নোকিয়া বেসিক ফোন দারুণ জনপ্রিয়। অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা স্মার্টফোন ও বেসিক ফোন দুটোই ব্যবহার করে থাকেন। দুই বছর আগে নিজেদের মোবাইল ডিভিশন মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছিল নোকিয়া।
নোকিয়া ‘লুমিয়া’ সিরিজের স্মার্টফোন ছাড়া হয় বাজারে। কিন্তু গুগলের অ্যানড্রয়েড আর অ্যাপলের আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
Read More News
২০১৭ সালের প্রথমে বাজারে আসতে পারে অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত নোকিয়ার প্রথম স্মার্টফোন ও ট্যাব।
নোকিয়ার পক্ষ থেকে অ্যানড্রয়েড ফোন নিয়ে আসার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। নোকিয়া চীনের প্রেসিডেন্ট মাইক ওয়াং জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ তিনটি অথবা চারটি অ্যানড্রয়েড ফোন নিয়ে আসবে নোকিয়া। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেটও নিয়ে আসতে পারে তারা।