গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর থেকে ১৬ জেলেসহ দুটি ট্রলার নিখোঁজ রয়েছে। আজ বুধবার ভোররাতে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় এফবি অভি ও এফবি ভাইবোন নামে দুটি ট্রলার।
নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধানে জেলা ট্রলার মালিক সমিতির উদ্যোগে একটি ট্রলার পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। একই সময়ে ঝড়ো হাওয়া বইতে থাকলে ঢেউয়ের তোড়ে ভারতের সমুদ্রসীমায় ঢুকে পড়ে তাঁদের ট্রলারটি। ভারতীয় সীমান্তে বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ার তাঁরা আবারও বিরূপ আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের সমুদ্রসীমায় ফেরার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাঁদের ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়।
Read More News
ইঞ্জিন বিকল হওয়ার পর তাঁরা তাঁদের ট্রলার নিয়ে দীর্ঘ সময় উত্তাল সাগরে ভেসে থাকেন। এ সময় এফবি মায়ের দোয়া নামের আরেকটি ট্রলার তাদের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক চেষ্টা করে তিনিসহ নয় জেলে ওই ট্রলারে উঠে আসতে সক্ষম হন। বাকি আট জেলে আর উঠে আসতে পারেননি। তিনি জানান, সাগরের ঢেউয়ের তীব্রতা এতই বেশি ছিল যে মায়ের দোয়া ট্রলারটি তাঁদের ট্রলারের পাশে কিছুতেই ভিড়তে পারেনি। জীবনরক্ষার তাগিদে তাঁরা নয়জনই সাগরে লাফিয়ে পড়েন এবং মায়ের দোয়া ট্রলারের জেলেরা দড়ি ফেলে তাঁদের ট্রলারে তোলেন।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান দুটি নদী বিষখালী ও পায়রায় বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে জেলা শহরের একাধিক সড়ক। জোয়ারের সময় ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বরগুনা-আমতলী-ঢাকা এবং বরগুনা-খুলনা রুটের দুটি ফেরি তিন ঘণ্টা ধরে বন্ধ থাকে।
কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি উপকূলের কাছাকাছি অবস্থান করছে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সংগৃহীত এনটিভি