মালয়েশিয়ার একটি তেলবাহী ট্যাংকার এমটি ভিয়ার হারমনি আসলে ছিনতাই হয়নি। অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য ট্যাংকারের ক্রু ট্যাংকারটি ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে যান বলে দুদেশের তরফ থেকে জানানো হয়েছে।
এর আগে মালয়েশিয়ার নৌ-পরিবহন কর্তৃপক্ষও (এমএমইএ) জাহাজটি ইন্দোনেশিয়ার নিয়ে যাওয়ার কথা বলে।
ইন্দোনেশিয়ার নৌ-বাহিনীর মুখপাত্র বলেছেন, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সমস্যা’র কারণে এই ঘটনা ঘটেছে। একই কথা বলেছে মালয়েশিয়া কর্তৃপক্ষও।
Read More News
কার্গোতে নয় লাখ লিটার ডিজেল রয়েছে। যার মূল্য প্রায় চার লাখ মার্কিন ডলার। সোমবার এমটি ভিয়ার হারমনি নামের ওই তেলবাহী ট্যাংকারটি মালয়েশিয়ার তানজুং পেলিপাস বন্দর থেকে যাত্রা করে।