আওয়ামী লীগে যোগ দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মন্জুর আলম। প্রায় ছয় বছর আগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। বিএনপির মনোনয়ন নিয়ে ২০০৯ সালে একবার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও।
কিন্তু গত বছর ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে তিনি বিএনপি তথা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। অবশেষে জাতীয় শোক দিবসের দিনই তিনি পুনরায় ফিরে এলেন আওয়ামী লীগে।
বললেন, অভিমান করে কিছুদিন আওয়ামী লীগের রাজনীতির বাইরে গেলেও বঙ্গবন্ধুর আদর্শের বাইরে ছিলাম না কখনো। আমার নাতিসহ আমাদের চার প্রজন্ম আওয়ামী লীগ রাজনীতির উত্তরাধিকার। মাঝে সাময়িক ভেদাভেদ থাকলেও আমাদের পরিবার এখন একই আদর্শে বিশ্বাসী এবং আওয়ামী লীগের পতাকাতলেই সংঘবদ্ধ।