যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অসকার মোরেল নামে এক হিসপানিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে হত্যার কারণ জানতে এখনো তদন্ত চলছে।
সোমবার নিউইয়র্কের আদালতে তোলা হয় ব্রুকলিনের বাসিন্দা ৩৫ বছর বয়সী হিসপানিক বংশোদ্ভূত অসকার মোরেলকে। বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার বিরুদ্ধে আলাদা অভিযোগও গঠন করা হয়।
Read More News
এর আগে রোববার মোরেলকে আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানায় কর্তৃপক্ষ। তবে ধর্মীয় বিদ্বেষ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।