লস অ্যাঞ্জেলস, ১৫ আগষ্ট- বাস্তব চরিত্র গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায় পর্দায় আসছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এই গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো আর কেউ নয়, কলম্বিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন তিনি। এইচবিও চ্যানেলের জন্য নির্মাণাধীন একটি টিভি সিনেমায় ৪৭ বছর বয়সী অভিনেত্রী প্রয়াত কোকেন গডমাদারের ভূমিকায় অভিনয় করবেন। সত্তর-আশির দশকে আমেরিকায় মাদক বাণিজ্যে বিপ্লব ঘটে গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কোর মাধ্যমে। কোকেন গডমাদার হিসেবে পরিচিত ছিলেন তিনি। শিরোনাম ঠিক না হওয়া সিনেমাটির গল্পে ব্ল্যাঙ্কোর জীবনী দেখানো হবে। ২০০ জনকে খুনের নির্দেশ দিয়ে আলোচিত হয়েছিলেন গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো। ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ায় তার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০৪ সালে ব্ল্যাঙ্কোর দশ বছরের সাজা হয়। ২০১২ সালে কলম্বিয়ার মেডেলিন শহরে গুলি লেগে নিহত হন তিনি। উল্লেখ্য, এইচবিও চ্যানেলের সঙ্গে লোপেজ ‘শেডস অব ব্লু’ সিরিজ নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। বিদেশি গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, জেনিফার লোপেজ আসন্ন ছবিটিতেও অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। সিনেমাটিতে অভিনয় ও আগ্রহের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গ্রিসেল্ডার কুখ্যাত জটিল জীবনের প্রতি বহু বছর ধরেই আমার আগ্রহ। অবশেষে তার গল্প তুলে ধরার ক্ষেত্রে এইচবিওর সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।
Read More News