অলিম্পিক মঞ্চে বিয়ের প্রস্তাব

রিও অলিম্পিকে নারীদের তিন মিটার স্প্রিংবোর্ডে সদ্য সিলভার পদক জিতেছেন হি জি। আর খানিকক্ষণ পরেই তার সামনে প্রেমিক কিন কাই হাঁটু গাঁড়ার ভঙ্গিতে ডায়মণ্ডের আংটি ও গোলাপ ফুল হাতে বলে উঠলেন, তুমি কি আমায় বিয়ে করবে?

হি জি এ ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না, পুরো বিশ্বের সামনেই জি’র দিকে আংটি বাড়িয়ে প্রস্তাব গ্রহণ করায়, উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরলেন পাগলপ্রেমিককে।

কিন কাই গত সপ্তাহে তার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
Read More News

পরে জি বলেন, সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।

২৫ বছর বয়সী হি জি ৩০ বছর বয়সী কিন কাইয়ের সঙ্গে প্রেম করছেন দীর্ঘ পাঁচ বছর ধরে। তাই বিয়ের প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য এই উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *