পুলিশ জানিয়েছে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় হাসনাত করিমকে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Read More News
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের গোয়েন্দা শাখা এ কথা জানান।
হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তারের পর থেকে আদালতের মাধ্যমে ৫৪ ধারায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাসনাতের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় তাঁকে গুলশান হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর তাহমিদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকে আবারও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।