জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ‘তিনি আর অভিনয় করবেন না’। তবে ঘটনাটি বাস্তবে না ঘটলেও ঘটবে নাটকের পর্দায়। আসছে ঈদ উপলক্ষে ‘তিনি আর অভিনয় করবেন না’ শিরোনামের একটি নাটকে অভিনয় করবেন। নাটকটি নির্মাণ করছেন আর বি প্রীতম।
‘তিনি আর অভিনয় করবেন না’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে থাকছেন সোনিয়া হোসেন।
Read More News
নাটকটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হবে এফডিসিতে। কারণ নাটকটির বিষয় এফডিসিকেন্দ্রিক এবং নাটকের পুরোটাই জুড়ে সিনেমার আবহাওয়া আনা হবে। আসছে কুরবানী ঈদে নাটকটি আরটিভিতে প্রচার করা হবে।