ব্রিটিশ কাউন্সিল ‘আইইএলটিএস স্কলারশিপ ২০১৬’ শীর্ষক বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। আইইএলটিএস স্বীকৃতি দেয় দেশের বাইরে এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী স্নাতক অথবা স্নাতকোত্তর করার পরিকল্পনা করছেন তাঁদের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
ব্রিটিশ কাউন্সিলের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হবেন। গত বছরের মতো এবারও শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় উৎসাহী হবেন বলে মনে করে ব্রিটিশ কাউন্সিল।
Read More News
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে বাংলাদেশের যেসব শিক্ষার্থী আবেদন করেছেন তাঁরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাব্যয় হিসেবে তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি পাবেন।