বিকাশের মাধ্যমে টেলিটক রিচার্জ সুবিধা চালু

আজ বৃহস্পতিবার সকালে বিকাশের মাধ্যমে টেলিটক রিচার্জ ও আর্থিক লেনদেনের সুবিধা চালু কার্যক্রমের উদ্বোধন

আগামী মাসে অনুষ্ঠিত হবে নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুবিধা বা মোবাইল ফোন পোর্টেবিলিটির নিলাম। আর ডিসেম্বরে গ্রাহকরা সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তারানা হালিম বলেন, ‘একনেকে ৬৭৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তিন হাজার ২০০ কোটি টাকার একটা প্রস্তাব টেলিটক থেকে প্রণয়ন করা হচ্ছে, যেটি বোর্ড মিটিংয়ে উঠবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যাতে ইউনিয়ন পর্যায়ে তখন থ্রিজি আমরা নিয়ে যেতে সক্ষম হব। আমরা যেন বলতে পারি,  বর্তমান সরকারের মেয়াদকালে আমরা টেলিটককে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।’
Read More News

সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, টেলিটকের সেবা উন্নত করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয় ছয় মাস, এক বছর ও দুই বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য খরচ করা হবে প্রায় চার হাজার কোটি টাকা। এ ছাড়া গ্রাহকের জন্য আকর্ষণীয় কলরেট ও ইন্টারনেট প্যাকেজ চালু করতে যাচ্ছে টেলিটক।

প্রতিমন্ত্রী আরো জানান, ১২১ নম্বরে কল করেই গ্রাহকরা সব তথ্য জানতে পারবেন।

এর আগে টেলিটকের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *