বারোটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ঢাকার নিম্ন আদালতের পথে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানের তার বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন।
এদিকে বিএনপি প্রধানের হাজিরাকে কেন্দ্র করে পুরো আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Read More News
মামলাগুলোর মধ্যে ৮টি মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। ৯ মামলা ছাড়াও নাইকো দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন তিনি।
খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে নিম্ন আদালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির নবগঠিত কমিটি। বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদেরও আদালত প্রাঙ্গণে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।