আইনমন্ত্রীকে কটুক্তি করায় রাবি শিক্ষক বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে কটুক্তি করে মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মো. শিবলী ইসলামকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাবি উপাচার্য অধ্যাপক মুুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৫৭ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Read More News

উল্লেখ্য যে, গুলশান হামলার পর আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন শিক্ষক শিবলী ইসলাম। কটুক্তি করার প্রতিবাদে মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে। তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বিশ্ববিদ্যালয়কে ওই শিক্ষকের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এজন্য বিশেষ সিন্ডিকেট সভায় সকল সদস্যের সম্মতিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *