যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা হ্যাকিংয়ের শিকার হয়েছে। ডেমোক্রেটিক দলের বিভিন্ন কার্যক্রমের ওপরও এই সাইবার হামলা হয়েছে।
সর্বশেষ এই হ্যাকিংয়ের শিকার হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় কমিটি এবং দলটির কংগ্রেশনাল প্রচারণা কমিটি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, রাশিয়া সরকারের জন্য কাজ করছে এমন ব্যক্তিরা ডেমোক্রেটিক দলের সংগঠনগুলোর ওপর এই সাইবার হামলা চালিয়েছে।
Read More News
কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে চাইছে রাশিয়া। অবশ্য রাশিয়ার সরকার একে ওয়াশিংটনের বিষাক্ত রাশিয়াবিরোধিতা উল্লেখ করে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।
আশঙ্কা করা হচ্ছে ডেমোক্রেটিক দলের রাজনৈতিক পরিকল্পনা এবং বিরোধী রিপাবলিকান প্রার্থী নিয়ে করা সমীক্ষার তথ্যও চুরি করেছে হ্যাকাররা।
হিলারি ক্লিনটনের প্রচার দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়, অন্যান্য বিষয়ের সঙ্গে তথ্য বিশ্লেষণের একটি পোগ্রাম শেয়ার করা হয়, যা খুলে দেখেছে হ্যাকাররা। তবে হিলারি ক্লিনটনের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা নিক মেরিল দাবি করেছেন, তাঁদের নিজস্ব ব্যবস্থা আক্রান্ত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হিলারির নির্বাচনী প্রচারণায় হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করতে ক্রাউডস্ট্রাইক নামক একটি সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে ডিসিসি। এর পক্ষ থেকে বলা হয়, নিজেদের নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সরকারি তদন্ত সংস্থাকেও সহায়তা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই জানায়, হ্যাকিংয়ের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।