জঙ্গি সন্দেহে তিন কলেজ ছাত্রী আটক

গতকাল বুধবার নাশকতার পরিকল্পনার অভিযোগে জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে কলেজের নবাব ফয়জুন্নেসা ছাত্রী হল থেকে জিহাদি বইসহ পুলিশ এ তিনজনকে আটক করে।

আটক ছাত্রীরা হলেন, হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্রী ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার ধামতি এলাকার মতিউর রহমানের মেয়ে কানিজ ফারহানা রাতুল, একই কলেজের সমাজকর্ম স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী চাঁদপুর জেলার কচুয়ার ইলিয়াস মিয়ার মেয়ে সালমা আক্তার ও স্নাতকোত্তরের ছাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরপাড় গ্রামের আবদুল হকের মেয়ে নূরে জান্নাত।
Read More News

কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিজান চালিয়ে বেশকিছু জিহাদি বই, লিফলেটসহ তিন ছাত্রীকে আটক করা হয়। তারা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক তিন ছাত্রীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে বলে জানান এসআই নূরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *