গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগদিয়া শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাতের খাবার খেয়ে এ তিন ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ২২ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
বিষক্রিয়ায় মৃত্যু হওয়া ছাত্ররা হলো নড়াইলের বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে এমামুল হক, ভদ্রবিলা-পাঁচুড়িয়ার মুরাদ মিয়ার ছেলে আলিফ এবং শুভারগোপের আফসার শেখের ছেলে আশরাফুল।
Read More News
মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ছাত্র জানায়, গতকাল রাতে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ ১৪ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার সময় আরো দুজনের মৃত্যু হয়।