রাজধানীর কল্যাণপুরে অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে সাত জনের পরিচয় মিলেছে। জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙুলের ছাপের সঙ্গে ওই সাত জঙ্গির আঙুলের ছাপের মিল পাওয়া গেছে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ পরিচালিত ডিএমপিনিউজ ডট ওআরজিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আঙুলের ছাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই সাত জঙ্গির পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা নিচে দেওয়া হলো :
Our Latest News
১. আব্দুল্লাহ, পিতা : মো. সোহরাব আলী, মাতা : মোসা. মোসলেমা খাতুন, গ্রাম : ভল্লবপুর, থানা : নবাবগঞ্জ, জেলা : দিনাজপুর। এনআইডি : ২৭২০৪৯০০০০৩০, জন্ম তারিখ : ১৫-০১-১৯৯৩
২. আবু হাকিম নাইম, পিতা : নুরুল ইসলাম, মাতা : মোসা. হালিমা, গ্রাম : কুয়াকাটা,থানা : কলাপাড়া, জেলা : পটুয়াখালী। এনআইডি : ৭৮১১০৩০০০৩৬৯, জন্ম তারিখ : ১৫-০১-১৯৮৩
৩. তাজ-উল-হক রাশিক, পিতা : রবিউল হক, মাতা : জাহানারা বেগম, ওয়ার্ড নম্বর : ১৫ ; বাসা : ৭২, রোড : ১১/এ, ধানমণ্ডি, ঢাকা। এনআইডি : ২৬১৩৫০০০০৩৯৭, জন্ম তারিখ : ০৫-১২-১৯৯১
৪. আকিফুজ্জামান খান, পিতা : সাইফুজ্জামান খান, মাতা : শাহানাজ নাহার, বাসা : ২৫, রোড : ১০, গুলশান, ঢাকা। এনআইডি : ২৬১১০৬০০১০০৬, জন্ম তারিখ : ১১-০৯-১৯৯২
৬. নাম : সাজাদ রউফ ওরফে অর্ক, পিতা : তৌহিদ রউফ, স্থায়ী ও বর্তমান ঠিকানা : ৬২ পার্ক রোড, বাসা নম্বর : ৩০৪, রোড নম্বর : ১০, ব্লক-সি, ফ্ল্যাট নম্বর : ৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা। পাসপোর্ট নম্বর : ৪৭৬১৪৫৯৯২ (আমেরিকান নাগরিক), এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬, জন্ম তারিখ : ০৬-০২-১৯৯২
৭ . মো. মতিয়ার রহমান, পিতা : নাসির উদ্দিন সরদার, মাতা : মোসা. খাইরুন্নেসা, গ্রাম : ওমরপুর, থানা : তালা, জেলা : সাতক্ষীরা। এনআইডি : ৮৭০১৮১০০০০০৩, জন্ম তারিখ : ০১-০১-১৯৯২
৮. মো. জোবায়ের হোসেন (২০), পিতা : আব্দুল কাইয়ূম, মাতা : আয়েরা বেগম, গ্রাম : পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ি, থানা : সুধারাম, জেলা : নোয়াখালী। এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯, জন্ম তারিখ : ০১-০১-১৯৯৬
Read More News
ছবির ক্রমিক নম্বর অনুযায়ি ৫ ও ৯ এর পরিচয় এখনো জানা যায়নি বলে ডিএমপি নিউজ জানিয়েছে।