রাজধানীর কল্যাণপুরে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে সাতজনের পরিচয় জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানানো হয়েছে।
আজ বুধবার রাতে ডিএমপির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সাত জঙ্গির পূর্ণ নাম, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ জানিয়েছে ডিএমপি।
Read More News
যুক্তরাষ্ট্রের নাগরিকর পূর্ণ নাম সাজাদ রউফ ওরফে অর্ক। তার বাবা তৌহিদ রউফ। স্থায়ী ও বর্তমান ঠিকানা : ৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪, রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
নিহত অর্কের পাসপোর্ট নম্বর ৪৭৬১৪৫৯৯২। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ২৬২১৮৬০০০৫৩৬। তার জন্ম তারিখ : ০৬-০২-১৯৯২।
পুলিশ জানিয়েছে, নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গতকাল মঙ্গলবার ভোরে কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কে তাজ মঞ্জিল ভবনে যৌথবাহিনীর অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্সে নয় জঙ্গি নিহত হয়।