মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী এখন জঙ্গি আস্তানা থেকে আটক

কল্যাণপুরে আটক আহত জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। বগুড়া শহরের জলেশ্বরীতলায় রেটিনা মেডিকেল কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন তিনি। মেডিকেল ভর্তিচ্ছু সেই শিক্ষার্থী নিখোঁজের ঠিক এক বছরের মাথায় জঙ্গি আস্তানা থেকে আটক হলেন। হাসানের মা রোকেয়া আকতার এ বিষয়টি জানিয়েছেন।

রোকেয়া আকতার জানান, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে বগুড়া সদর থানায় এক বছর পূর্বে সাধারণ ডায়েরি করেছিলেন তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করে হাসান ওই কোচিং-এ ভর্তি হয়েছিল। প্রায় এক মাস কোচিং করার পর গত বছরের ২৬ জুলাই সে কোচিংয়ের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার পরদিন ২৭ জুলাই হাসানের মা বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৭২০, তারিখ ২৭.০৭.১৫ ইং।
Read More News

মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে রাকিবুল আটক হওয়ার পর থেকেই বগুড়ায় তার পরিচয় নিয়ে খোঁজ খবর শুরু হয়। তার মা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন ঢাকায় আটক হওয়া রাকিবুল তার ছেলে। তিনি আরও জানান, তাদের পরিবারের কেউ জামায়াত শিবিরের সাথে কখনোই জড়িত ছিল না। তার ছেলেও কোনদিন রাজনীতি করেনি। তবে রেটিনা কোচিং সেন্টারে ভর্তির এক মাস পরেই সে নিখোঁজ হয়। তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। জঙ্গি আস্তানায় আহত অবস্থায় উদ্ধার হওয়ায় হতবাক হয়েছেন তার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *