প্রধান বিচারপতি বলেন, এটি আপনার শেষ মামলা হবে কেন? আরো তো অনেক মামলা রয়েছে?
মাহবুব হোসেন বলেন, দেশে যে অবস্থা রাস্তায় বের হলেই শুধু অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। বাসা থেকে বের হওয়ার পথে সাত-আট জায়গায় চেক করা হয়। নিরাপত্তাহীনতায় ভুগছি। জবাবে প্রধান বিচারপতি বলেন, এ জন্যই তো মামলা দ্রুত শেষ করা প্রয়োজন।
অ্যাটর্নি জেনারেল বলেন, চেম্বার আদালত আসামিপক্ষকে যথেষ্ট সময় দিয়েছেন। তাই এ মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন।
Read More News
খন্দকার মাহবুব বলেন, আমরা তাড়াহুড়া করছি না। তবে মামলা নিষ্পত্তির জন্য সময় প্রয়োজন।
প্রধান বিচারপতি বলেন, তাহলে ২১ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করতে চাই।
মাহবুব হোসেন বলেন, ২১ আগস্ট বাংলাদেশে ইতিহাসে একটি খারাপ দিন। আমাদের আরো সময় দেওয়া হোক।
এ সময় প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে ২৪ আগস্ট শুনানির দিন ধার্য করেন। ওই দিন আর সময় চাইতে পারবেন না।
আদালত থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এ মামলায় মীর কাসেম আলীকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন না। বরং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে। আমরা রিভিউর জন্য সময় চেয়েছি। অ্যাটর্নি জেনারেলের বিরোধিতা সত্ত্বেও এক মাস সময় দিয়েছেন।