রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল। পরে সকাল ৭টার দিকে তালা ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় সংসদের ডাকা ধর্মঘটের সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ বলেন, কয়েকটি ভবনে তালা দেয়া হয়েছিল, তবে সকালে সেগুলো ভেঙে দেয়া হয়েছে। এদিকে ছাত্রদলের ধর্মঘট থাকলেও পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাস সমূহ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।