হলি আর্টিজান রেস্টুরেন্ট হামলার ঘটনায় জড়িত সন্দেহে রুমা আক্তার (৩৩) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার গভীর রাতে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রাম থেকে রুমাকে আটক করা হয়। তবে রুমার স্বজনরা জানিয়েছেন, রুমা জঙ্গি নয়, মানসিক ভারসাম্যহীন।
পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই জঙ্গি হামলার সময় গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানের সামনে থেকে সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে যে নারীকে দেখা যায়, তিনিই রুমা।
গত বুধবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রামে তাঁর বোন সাবিনা আক্তারের বাড়ি থেকে রুমাকে আটক করে। রুমা একই জেলার পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। রুমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাঁর নাম শাহাবুদ্দিন বুদু মিয়া।
Read More News
চরখুপি গ্রামে গিয়ে জানা যায়, রুমা আক্তার ঢাকায় বাড্ডা বা নতুন বাজার এলাকায় থাকতেন। স্বজনসহ গ্রামের অধিকাংশ মানুষ দাবি করেন, রুমার মানসিক অবস্থা ঠিক নেই। নয় বছর আগে রুমার স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এর পর থেকেই রুমা আর স্বাভাবিক নেই। রুমার এর আগেও একটি বিয়ে হয়েছিল। রুমার একটি ছেলে আছে। ছেলে তার বাবার কাছে থাকে।
স্বজনরা জানান, ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন রুমা। তবে নিয়মিত না। ইচ্ছে না হলে বেরিয়ে যান। গত বছরের ১৬ ডিসেম্বর গৃহপরিচারিকার কাজ নিয়ে দুবাই যান। তবে তিন মাস পর ফিরে আসেন।