মুম্বাইয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তার জীবনে মহিলাদের গুরুত্ব ও অনুপ্রেরণার কথা বলার ফাঁকে শাহরুখ মন্তব্য করেন, মেয়েরা তার সঙ্গে বসে বা দাঁড়িয়ে কথা বললে ভাল লাগে না। আর তাই তিনি চান মেয়েরা যেন তাঁর সঙ্গে কথা বলার সময় শুয়ে পড়েন।
মেয়েদের প্রতি এমন যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে বলিউড বাদশা শাহরুখ।
শাহরুখের এমন মন্তব্য শুনে বেশ গম্ভীর হয়ে যান উপস্থিত শিল্পপতি নীতা আম্বানি সহ বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বরা।
Read More News
ঘটনাস্থলে লেখিকা গুঞ্জন জৈনের বই ‘শি ওয়াকস, শি লিডস’ প্রকাশের পর বইটি নিয়ে কিছু কথা বলছিলেন শাহরুখ। তখন দর্শক আসনের প্রথম সারিতে বসেছিলেন লেখিকা। শাহরুখ বলতে শুরু করতেই তিনি উঠে এসে তার পা ছুঁতে যান।
তখনই মজার ছলে শাহরুখ বলেন, দয়া করে বসুন। তবে এটা বললে হয়তো পলিটিক্যালি ঠিক বলা হল না, তবু বলছি, যখন আমি কোন মেয়ের সঙ্গে কথা বলি তখন আমি চাই তিনি শুয়ে পড়ুন। শাহরুখের দুষ্টুমি দেখে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন। মেয়েরাও কোন প্রতিবাদ করেননি। কিন্তু পরে ঘটনাটি প্রকাশ্যে এলে নারীবাদীরা ক্ষুদ্ধ হন।
শাহরুখ খানের মতো একজন ব্যক্তি এমন কুরুচিকর, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কী করে বলতে পারেন তা নিয়ে বিতর্কও শুরু হয়েছে।
মুম্বাইয়ের মহিলা কমিশনের এক কর্মী বলেন, ২৪ জন বিশিষ্ট নারীকে নিয়ে লেখা বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছে কৌতুক করতে গিয়ে নারীদের অপমান করেছেন শাহরুখ। বিভিন্ন সময় নারীর প্রতি সম্মান জানান শাহরুখ। তিনি যে কী করে এমন মন্তব্য করলেন তা ভেবে পাচ্ছেন না তার ফ্যানরা।