জার্মানির মিউনিখ শহরে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলায় ছয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মিউনিখ পুলিশ। এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্দুকধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।
এরই মধ্যে মিউনিখ শহরের ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে শহরের মানুষজনকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।
Read More News
অভিযানে প্রচুর পুলিশ সদস্য অংশ নিয়েছে। হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তারা। এখন পর্যন্ত পুলিশ কোন হতাহতের বিষয়টি নিশ্চিত না করলেও বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ কর্তৃপক্ষ।
সন্ত্রাসী হামলা ও পুলিশি অভিযানের মধ্যে শপিং সেন্টারের মধ্যে অনেক মানুষ আটকা পড়েছেন। এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি। কি কারণে হামলা করেছে সে ব্যাপারেও মিউনিখ পুলিশ কর্তৃপক্ষ কোন ধারণা দিতে পারেনি।
অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ওই এলাকার বাসিন্দারা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ছবি বা ভিডিও পোস্ট না করেন। সংবাদমাধ্যমগুলোকে এই অভিযান সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করা হয়েছে।