আগামীকাল জুমার নামাজে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলা ব্যাখ্যাসহ খুতবা পাঠ করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সন্ত্রাস, অশান্তি এবং জঙ্গিবাদ এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে গত শুক্রবার জুমার নামাজের আগে দেশের প্রতিটি মসজিদে খুতবা পাঠ করা হয়।
Read More News
সেই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের আগে খুতবা পাঠ করার অনুরোধ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন। আজ প্রতিষ্ঠানটির বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এতে পবিত্র কোরআনের যে সব আয়াতে সন্ত্রাস ও অশান্তি সৃষ্টি এবং এর প্রতিকার সম্পর্কে বলা হয়েছে সেসব আয়াত বাংলা ব্যাখ্যাসহ পাঠ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।