বলিউডে মন দিয়ে অভিনয় করতে চাই

বলিউডে সানি লিওনকে প্রতিদিনই কোন না কোন সাক্ষাৎকার দিতে হয়। সেইসব সাক্ষাৎকারে উঠে আসে সানির জীবনের বেশ কিছু নতুন তথ্য।

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, প্রথম কোন বলিউড সিনেমা আপনি দেখেন? সানি জবাবে বলেন, শাহরুখ খানের কোন একটা ছবি ছিল। আর কিং খানের সেই সিনেমা দেখার পরই বলিউড নিয়ে আগ্রহ তৈরি হয় বলে সানি জানান।
Read More News

যে শাহরুখের সিনেমা দেখে বলিউডকে চিনেছিলেন, সেই শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তিনি।
এখন মন দিয়ে বলিউডে অভিনয় করতে চান। তারপরই নামবেন প্রযোজনায়।
আগামী সপ্তাহে রিলিজ করছে সানির ইরোটিক থ্রিলার ‘বেইমান লাভ’। সানির পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছে, তাই বেইমান লাভকে নিয়ে একটু আলাদা প্রত্যাশা থাকবে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *