তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে অপি

তৃতীয়বারের মতো অভিনেত্রী অপি করিম বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

গত ৭ জুলাই ঈদের দিন দুপুরে নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অপি তাৎক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। ওই দিন রাতে ধানমণ্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এ বিষয়ে নির্ঝর বা অপির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা দুজন আজ ব্যাংককের উদ্দেশে দেশ ছেড়েছেন।
Read More News

উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ অক্টোবর পারিবারিকভাবে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে তিনি বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আহা!’ চলচ্চিত্রের নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম দুজনেরই এটা তৃতীয় বিয়ে। ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার সঙ্গে নির্ঝরের দ্বিতীয় বিয়ে হয়। রুদ্র নামে তার একটি পুত্রসন্তান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *