সিলেট কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগকর্মীদের সঙ্গে কারারক্ষীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৫ কারারক্ষী আহত হন।
উল্লেখ্য যে, ছাত্রলীগ নেতাকে মুক্তি দিতে দেরি হওয়ায় এ হামলা চালানো হয়।
কারারক্ষীরা কারাগারের সামনে রাখা ৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় ছবি তুলতে গেলে কারারক্ষীরা পাঁচ সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে তাঁদের ক্যামেরা ভাঙচুর এবং তিনটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।
Read More News
ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক হিরণ মাহমুদ নিপু মারামারির একটি মামলায় আদালতে জামিন পান। আজ বেলা সাড়ে ৫টার দিকে তাঁকে নিতে কারাফটকে যান নিপুর সমর্থকরা। নিপুকে মুক্তি দিতে বিলম্ব হওয়ায় তাঁরা ফটকে হামলার চেষ্টা চালান। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেন কারারক্ষীরা।