আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে গত বছরই নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়াকে।
রিও অলিম্পিকে অংশ নেওয়ার জন্য রাশিয়ার অ্যাথলেটরা ক্রীড়াবিষয়ক বিশেষ আদালতের দারে গিয়েছেন। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের রায়ের বিরুদ্ধে সেখানেই আপিল করেছিলেন ৬৮ জন অ্যাথলেট ও রাশিয়ান অলিম্পিক কমিটি। কিন্তু সেই আপিলেও কোনো কাজ হয়নি। আইএএএফের দেওয়া রায়ই বহাল রেখেছে ক্রীড়াবিষয়ক আদালত। অর্থাৎ রিও অলিম্পিকে অংশ নিতে পারছেন না রাশিয়ার অ্যাথলেটরা।
Read More News
বিশ্ব মাদকবিরোধী সংস্থার (ওয়াডা) পক্ষ থেকে অলিম্পিকের সব খেলা থেকেই রাশিয়াকে নিষিদ্ধ করার সুপারিশ জানানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা এখনো নিশ্চিত না। তবে রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা যে অংশ নিতে পারছেন না তা নিশ্চিতই হয়ে গেল ক্রীড়াবিষয়ক আদালতের রায়ের পর।