ফ্রান্সে নিহত ৮৪ জনের মধ্যে ৩০ জনই মুসলমান

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে বাস্তিল দিবসের সমাবেশে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দিয়েছিল তিউনিশিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহাম্মাদ লাহাউয়েজ বুলেল। পুলিশের গুলিতে বুলেলও নিহত হন।
Read More News

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২০ জন ছিলেন তিউনিশিয়ার নাগরিক। নিসের ইমাম এবং ইউনিয়ন অব মুসলিম অব আল্পস-ম্যারিটাইম’র সভাপতি ওসমান আইসসা ওই ঘটনায় মুসলমানদের নিহত হওয়ার সংখ্যাটি নিশ্চিত করেন।

ফ্রান্সে গত ১৪ জুলাই দেশটি র জাতীয় দিবসে ট্রাক হামলায় নিহত ৮৪ জনের মধ্যে অন্তত ৩০ জনই মুসলমান।

নিসের ঘটনাকে কেন্দ্র করে নিয়ে মুসলমানবিরোধী বিদ্বেষ উস্কে দেয়ার চেষ্টা  প্রসঙ্গে ইমাম ওসমান বলেন, ধর্ম বিশ্বাস যাই হোক, নিহতরা সবাই ফ্রান্সে শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন এবং একই সঙ্গে তার প্রাণ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *