প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশান সন্ত্রাসী হামলার মদতদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পর্দার আড়ালে যারা রয়েছে তাদের খুঁজে বের করা হবে।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে শেখ হাসিনা এ কথা বলেন। জঙ্গি সংশ্লিষ্টতায় গণমাধ্যমে যাদের ছবি দেখানো হচ্ছে তাদের সম্পর্কে তথ্য দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ঘটনায় বাংলাদেশ প্রশ্নের সম্মুখীন হলেও বিনিয়োগে যাতে প্রভাব না পড়ে সরকার সে উদ্যোগ নিয়েছে।
Read More News
প্রধানমন্ত্রী বলেন, পর্দার অন্তরালে থেকে দেশি-বিদেশি মদদদাতা, পরামর্শদাতা, পরিকল্পনাকারী ও যারা অস্ত্র-অর্থ দিচ্ছেন তাদের খুঁজে বের করা হবে। আমরা আজকে যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ। কাজেই এগুলি খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না, এগুলি সময়ের ব্যাপারমাত্র।
তিনি বলেন, গুলশানের জঙ্গি হামলার ঘটনার তদন্ত চলছে। কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। কয়েকজন সন্দেহভাজন অপরাধীর ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। যারা এই অপরাধীদের শনাক্ত করতে পারবেন তারা যেন আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন সরকার গঠন করি, তখন বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল। তার পরও বাংলাদেশ দিন দিন উন্নতি করে এগিয়ে যাচ্ছে।