১৫ আগস্টের পুনরাবৃত্তি যেন না ঘটে ‘আশরাফ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের জাতীয় নির্বাহী সভা শেষে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ’বিষয়ক এক আলোচনা সভায় এ আহবান জানান সৈয়দ আশরাফ।

বঙ্গবন্ধুকে আমরা কিন্তু রক্ষা করতে পারি নাই। কিন্তু দ্বিতীয়বার যেন সেই এক্সিডেন্ট না হয়। সেটা কিন্তু আমরা যাঁরা মুক্তিযোদ্ধা, সেই দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে।
Read More News

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, মুক্তিযোদ্ধারা সেটাকে আরো সুদৃঢ় করবেন। জাতীয় কনভেনশন করে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এ ঐক্যকে সামনে এগিয়ে নেওয়া হবে।

আলোচনা সভা শেষে মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শপথ নেন মুক্তিযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *