যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় তিন পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। তবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি।
লুইজিয়ানার ব্যাটন রুজ এলাকায় পুলিশের ওপর হামলা চালায় এক বন্দুকধারী। এতে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
Read More News
এদিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে রোববার ভোরে একটি হাসপাতালে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। এতে এক রোগী এবং ওই হাসপাতালের এক কর্মী নিহত হন। টাইটাসভেল শহরের পেরিশ মেডিক্যাল সেন্টার নামের হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে। পেরিশ মেডিক্যাল সেন্টার অরল্যান্ডো শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। এ শহরে সম্প্রতি ভয়াবহ হত্যাকাণ্ড চালায় বন্দুকধারী।
সম্প্রতি ব্যাটন রুজ শহরে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নিহত হন। ওই ঘটনা এবং মিনেসোটায় আরেক ঘটনার জেরে বিক্ষোভে ওঠে যুক্তরাষ্ট্র। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে একজন প্রবীণ কৃষ্ণাঙ্গ কর্মকর্তা গুলি করে অপর পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।