তুরস্কের রাজধানীর আঙ্কারার উত্তর-পশ্চিম অঞ্চলের একটি সামরিক বিমান বিভাগের কার্যালয় থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করা হয়েছে।
Read More News
তুর্কি জাতীয় দৈনিক সাবাহ বলছে, সেনাবাহিনীর হেড কোয়ার্টারে অভ্যত্থানপন্থী ও অভ্যত্থান বিরোধীদের মধ্যে সংঘর্ষের পর হুলুসি আকারকে অবৈধভাবে আটক করে রাখে অভ্যত্থানপন্থীরা। পরে তাকে হেলিকাপ্টারের করে আঙ্কারার উত্তর-পশ্চিম অঞ্চলের ওই সামরিক বিমান বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখাান থেকেই সেনা প্রধানকে অক্ষত উদ্ধার করা হয়েছে।