কোনো শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ বলেছেন, এর আগে কোন ছাত্র দুই সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হতো। এখন এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হবে।
দেশে আলোচিত কয়েকটি জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে আসার পরিপ্রক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Read More News
সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেখা গেছে- পরিবার থেকে নিখোঁজ তরুণরা এতে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কারো স্বজন নিখোঁজ থাকলে তাদের তথ্য দেয়ার জন্য বলা হয়েছে।
এদিকে রবিবার সকালে ১০ দিন ধরে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তাদের জানাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।