ভিসা জটিলতার কারণে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাওয়া পিছিয়েই যাচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আজই তার ভিসা পাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। শুক্র ও শনিবার দু’দিন ছুটি। ফলে রোববারের অপেক্ষায় আছেন মুস্তাফিজ। ওইদিন পাসপোর্ট হাতে পেলে রাতে কিংবা সোমবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। কাউন্টি লিগে সাসেক্সের হয়ে খেলবেন তিনি।
আশা করা হচ্ছিল ১৫ জুলাইয়ের ম্যাচে তিনি থাকতে পারবেন। কিন্তু তা হচ্ছে না। লক্ষ্য এখন ২১ জুলায়ের ম্যাচ। যেখানে মুস্তাফিজের সাসেক্সের প্রতিপক্ষ এসেক্স।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জিতে দেশে ফেরেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নেয়া এই পেসার ইনজুরিতে থাকায় তাকে পুনর্বাসনে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল থেকে ডান পায়ের গোড়ালি ও হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন। গত ৯ জুন বিসিবির ফিজিও ট্রেনারদের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। ২৩ জুন নেটে বোলিং করেন তিনি।
এরপর ধারাবাহিকভাবে একদিন পরপর বোলিং করেছেন বাঁহাতি এ পেসার। পাঁচটি সেশনে বোলিং পরীক্ষা দেয়ার পর ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পান মুস্তাফিজ।
Read More News