কোলকাতা হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

কোলকাতা হাইকোর্ট বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিলো অজ্ঞাত ব্যক্তি।

গত মঙ্গলবার প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের দফতরে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, ইস্ট ক্যানাল রোডে বহু পুরোনো একটি বাড়ি ভাঙার পক্ষে রায় হলে ঢাকার গুলশান ধাঁচে হামলা করে বিচারালয় উড়িয়ে দেয়া হবে। গুলশানের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরী করা হবে।

চিঠিতে হাইকোর্টের বিচারপতি সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের নাম করে ওই হুমকি চিঠি দেওয়া হয়৷ ইস্ট ক্যানাল রোডে বহু বিতর্কিত একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে মামলা দায়ের হয় বিচারপতি সম্বুদ্ধ চট্টোপাধ্যায়ের এজলাসে৷ পুলিশের ধারনা, ওই মামলার জের ধরে ওই হুমকি দেয়া হয়েছে। পাপ্পু সিং নামে ওই চিঠিটি দেয়া হয়।
Read More News

ঘটনাকে কেন্দ্র করে গোটা দিন সরগরম ছিল হাই কোর্ট৷ চিঠির খবর সামনে আসতেই ডেকে পাঠানো হয় অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রকে৷ খোলা এজলাসে চিঠিটি পড়েন বিচারপতি৷ এরপরই কোলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, গোয়েন্দা প্রধান বিশাল গর্গ ও বিধাননগর কমিশনারেটের প্রধান জ্ঞানবন্ত সিংকে ডেকে পাঠানো হয় হাই কোর্টে৷ এরপরই হাই কোর্টের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেন প্রশাসনিক প্রধানরা৷ তাঁদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি৷ বৈঠকে এ্যাডভোকেট জেনারেলও উপস্থিতি ছিলেন।

হাইকোর্টের প্রতিটি গেটে পুলিশি পাহারা থাকলেও তা পর্যাপ্ত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ তবে বড়সড় হামলা হলে তা মোকাবিলা করার মতো নিরাপত্তা ব্যবস্থা হাইকোর্টের নেই বলেই মনে করছেন আইনজীবীরা৷

এদিনের ঘটনার পর পাপ্পু সিংয়ের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *