সিপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশের একমাত্র ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। সিপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, এটা মানতে দ্বিধা নেই সিপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের ব্যাপার। তা ছাড়া বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাটা খুবই ভালোবাসে। তাই আমার বিশ্বাস সিপিএলে তারা আমাকে সমর্থন করবে।
Read More News

একজন অলরাউন্ডারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট খেলাটা খুবই চ্যালেঞ্জের। অবশ্য আমি চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি। এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি।

এবারের সিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন সাকিব। বল হাতে দুই উইকেট নিয়েছেন, আর ব্যাট হাতে করেছেন মোট ৩২ রান। এক ম্যাচে সর্বোচ্চ ২৫ রান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *