যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে গত বৃহস্পতিবার বিক্ষোভে হামলা চালিয়ে পাঁচ পুলিশ হত্যাকারীকে রোবট বোমা দিয়ে হত্যা করা হয়। গতকাল শুক্রবার ডালাস পুলিশ এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের মাটিতে নিরাপত্তা বাহিনীর রোবট বোমায় কারো নিহতের ঘটনা এটিই প্রথম।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানায়, স্নাইপার (দূর থেকে লক্ষ্যভেদী বন্দুক) ব্যবহার করে পুলিশ হত্যার পর একটি গ্যারেজের আশ্রয় নেন মিকাহ জনসন। সেখানেই তাঁকে রোবট বোমা ব্যবহার করে হত্যা করে পুলিশ।
Read More News
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডালাস শহরে এক বিক্ষোভে গুলিবর্ষণে পাঁচ পুলিশ সদস্য নিহত হন। ওই ঘটনায় মোট ১১ জন গুলিবিদ্ধ হন। দুই কৃষ্ণাঙ্গ মার্কিনি হত্যার প্রতিবাদে ডালাসের বাণিজ্যিক অঞ্চলে পুলিশের বিরুদ্ধেই বিক্ষোভ চলছিল।