ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় ক্যামেরন এই শুভেচ্ছা জানান।
Read More News

ডেভিড ক্যামেরন ভিডিও বার্তায় বলেন, উপহার মোড়ানো হয়েছে, তৈরি হয়েছে খাবার, পবিত্র রমজান মাস শেষ হয়ে এসেছে। আমি যুক্তরাজ্য ও বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার কথা স্মরণ করে ডেভিড ক্যামেরন বলেন, শুধু গত মাসেই আমরা ঘৃণার প্রকাশ দেখেছি, ইস্তাম্বুলের বিমানবন্দরে, অরলান্ডোর নাইটক্লাবে, ঢাকার ক্যাফেতে এবং এই সপ্তাহে বাগদাদে ভয়াবহ হামলায়। ব্রিটিশ এমপি জো কক্সকে নিজের নির্বাচনী এলাকায় ঘৃণার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয় বলে জানান ক্যামেরন।

ডেভিড ক্যামেরন বলেন, ঈদে কাছাকাছি আসবে বন্ধু, পরিবার, প্রতিবেশী এবং সহকর্মীরা। এমন সময়ে আমি চাই ব্রিটিশ মূল্যবোধের প্রতি সবাই শপথ নেবে, ব্রিটেনকে বিশ্বের সফলতম বহু জাতিসত্তা ও বহু বিশ্বাসের গণতন্ত্রের দেশ করতে যা প্রয়োজন। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *