রবিবার বাগদাদের দুইটি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দুইশত ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় হাসপাতাল গুলোতে চিকিৎসা নিচ্ছেন লোকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সোমবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
Read More News
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ইরাকের জনগণ। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির ক্ষমতাসীন দলের বিরুদ্ধেও।
হামলার কিছুক্ষণ পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।