পলিটেকনিকে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শুরু হয়েছে প্রথম অপেক্ষমাণ তালিকার ভর্তি কার্যক্রম। চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের মোট ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের দুই শিফটে মেধাতালিকা থেকে এরই মধ্যে ৪২ হাজার ৯৩৭ জন ভর্তি হয়েছে। গত ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ছিল ভর্তির শেষ সময়।

১৩ হাজার ১৬৪ জনের প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। এ অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি হওয়া যাবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) এ সংক্রান্ত সার্বিক তথ্য পাওয়া যাচ্ছে।
Read More News

এ বছর ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের মোট শূন্য আসনসংখ্যা ৫৭ হাজার ৭৮০। পাঁচটি ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ১০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *