গুলশানে রেস্তোরাঁয় জিম্মি থাকা ১২ জন উদ্ধার, নিহত ৫

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জিম্মি থাকা ১২ জনকে প্রথম পর্যায়ে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেতরে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Read More News

উদ্ধারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ  সদস্য। আজ শনিবার সকালে এই অভিযান শুরু হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তা বলেন, আমাদের কমান্ডোরা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছেন। তীব্র গোলাগুলি চলছে।

রেস্তোরাঁয় আটকেপড়াদের মধ্যে কয়েকজন ইতালির নাগরিক রয়েছেন। এ ছাড়া কয়েকজন জাপানি থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার রাতে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এই হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়। শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় কমান্ডোরা। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *