পুরান ঢাকার লালবাগে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম আবদুর রহমান (২৪)।
আজ বুধবার সাড়ে ৩টার দিকে লালবাগের পোস্তা এলাকায় এ সংঘর্ষ হয়। রিকশাচালক আবদুর রহমান ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর বাম পায়ে গুলি লাগে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দেলাওয়ার হোসেন মিয়া ও ওয়ার্ড কাউন্সিলর দেলাওয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
Read More News
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেন, স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।