গুম ও খুনে জড়িত র‌্যাব-পুলিশের ক্ষমা নেই

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে বিগত আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরলে, র‌্যাব-পুলিশের যারা গুম-খুনের কাজে জড়িত তাদের বিচার করা হবে।

বিএনপির নেতাকর্মীদের গুম খুনের জন্য র‌্যাব ও পুলিশ সদস্যদের দায়ী করেন।

গুম-খুনের জন্য র‌্যাব-পুলিশকে দায়ী করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, র‌্যাব ও পুলিশের যারা যারা এই অন্যায় কাজ করেছে তাদের কোনদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই।

আমরা গুম হওয়াদের হয়তো ফিরে পাবোনা, কিন্তু তাদের বিচারটা পেলেও কিছুটা শান্তি পাওয়া যায়। আমরা এই আশায় থাকবো।

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা (গুম হওয়ারা) যেখানেই আছে যেন ভালো থাকে, সুস্থ থাকে।
Read Our Latest News
অনুষ্ঠানে বিএনপির বিগত আন্দোলন সংগ্রামে গুম খুন হওয়া ঢাকা ও এর আশপাশের ৪০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *