সহশিল্পী ভিন ডিজেলের বাড়িতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ভিনের কন্যা পলিনের সঙ্গে দেখা করা। পলিনকে কোলে নিয়ে খেলা করেছেন বলিউডের এই অভিনেত্রী। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হলিউডের এই অভিনেতা।
Read More News
‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউড অভিষেক হয়েছে দীপিকার। এতে আরও অভিনয় করেছেন রুবি রোজ, টনি জা, স্যামুয়েল এল জ্যাকসন ও নিনা ডোবরেভ। ইতিমধ্যে ছবিটির দৃশ্যধারণ শেষ করে মুম্বাইতে ফিরেছেন দীপিকা।