সম্প্রতি ভারতের কানপুরে ১০ বছরের এক বালককে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠেছে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে।
বালকটি এখন কানপুরের হেললেট হাসপাতালে চিকিৎসাধীন। তার গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়েছে।
আইনের কোন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তাই বুঝতে পারছে না পুলিশ।
বিধনু এলাকার কুলহাউলি গ্রামে ১৬ বছরের একটি মেয়ে তার প্রতিবেশী ওই শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। অভিযোগ ওঠেছে ওই কারণেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে এবং রক্তপাত ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং নির্যাতনের শিকার দুজনই শিশু। কানপুরের পুলিশ কর্মকর্তা শালাব মাথুর জানিয়েছেন মামলায় এ বিষয়টিই বেশ জটিল।
Read More News
আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, যৌন হয়রানি থেকে শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের মাধ্যমে কাজ শুরু করা যায়।