যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ভোট দেয়ায় ব্রিটেনের জনগণ একটি ‘মহান কাজ’ করেছে। ইইউ ছাড়ার সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে তারা নিজেদের ‘দেশ পুনরুদ্ধার’ করেছে।
স্কটল্যান্ডে একটি গলফ কোর্স ও হোটেল উদ্বোধন করতে গিয়ে এসব মন্তব্য করেন ট্রাম্প। ২০১৪ সালে এই সম্পত্তি ক্রয় করেছিলেন তিনি। নিজের নামের সঙ্গে মিল রেখে ট্রাম্প গলফ কোর্সটির নাম রেখেছেন ট্রাম্প ট্রান্সবেরি। তবে এর জন্য তিনি কি পরিমাণ অর্থ খরচ করেছেন তা গোপন রাখা হয়েছে।
হেলিকপ্টারে চড়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে পৌঁছানোর পর ট্রাম্পকে ব্রিটেনের গণভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে বলা হয়। এই বিলিয়নিয়ার বলেন, যা হয়েছে তা খুব ভালো হয়েছে বলে আমি মনে করি। ঐতিহাসিক ও চমৎকার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের জনগণ।
ট্রাম্প আরো বলেন, ‘সারা পৃথিবীতে লোকজন রেগে আছেন। মানুষ সীমান্ত নিয়ে ক্ষুব্ধ, অজানা লোক যারা দেশে ঢুকে পড়ছেন তাদের নিয়ে ক্ষুব্ধ, এমনকি জনগণ জানতেও পারেনা কারা দেশে ঢুকছে।
Read More News
ঐতিহাসিক গণভোটে ব্রিটেনের ৫২ শতাংশ জনগণ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষ নিয়েছেন। এর ফলে ইইউর সঙ্গে ৪৩ বছরের পথচলার শেষ হচ্ছে ব্রিটেনের। সূত্র: বিবিসি