পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গণভোটের ঘোষণা দেওয়া ক্যামেরন চেয়েছিলেন যুক্তরাজ্য ইইউতে থাকুক। কিন্তু দেশটির ৫২ শতাংশ জনগণ ইইউ ছাড়ার পক্ষে রায় দেন। বিষয়টি মেনে নিয়ে পদত্যাগ করেন ক্যামেরন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দপ্তর ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন ক্যামেরন। তিনি বলেন, যুক্তরাজ্যের ‘নতুন নেতৃত্ব’ দরকার।
Read Our Latest News
ক্যামেরন বলেন, কিছুদিন স্বপদে থেকে পদত্যাগ করবেন বলে এরই মধ্যে রানিকে জানিয়েছেন। এর পর অক্টোবরে রক্ষণশীল দলের সম্মেলনে তিনি দায়িত্ব নতুন কারো কাছে হস্তান্তর করবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের মতামতকে অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত। ব্রিটেনের জনগণের ইচ্ছা একটি নির্দেশনা, যা অবশ্যই বাস্তবায়িত হবে।

ইইউতে থাকা না-থাকা নিয়ে ভোট শুরু হয় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায়। ভোট শেষ হয় রাত ১০টায়। এর পরপরই বেসরকারিভাবে ফল ঘোষণা শুরু হতে থাকে।

ইইউ ছাড়ার পক্ষে (ব্রেক্সিট) ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। ভোট দিয়েছেন এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ জন। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ। মোট ভোট দিয়েছেন এক কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ জন।

ভোটের ফল ঘোষণার সময় থেকেই ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন শুরু হতে থাকে। ১৯৮৫ সালের পর বর্তমানে ডলারের বিপরীতে পাউন্ডের দাম সবচেয়ে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *