ক্ষমতাসীন ও জঙ্গিবাদীদের মানসিকতার মিল রয়েছে

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে জঙ্গিবাদ ও গুপ্ত হত্যাকারীদের মানসিকতার মিল রয়েছে ।
Read Our Latest News
জঙ্গিরা যেমন ভিন্নমতের সমকামী,  ব্লগার, বৌদ্ধ, খ্রিস্টান হত্যা করছে, একইভাবে সরকার ভিন্নমতের সবাইকে গ্রেপ্তার, গুম, হামলা করেছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার ও দলীয় সমর্থকরা যেটা বিশ্বাস করেন, তার বিপরীতে বিশ্বাস করলে তার ওপর আক্রমণ, তাকে কুপিয়ে মারা। এটা হচ্ছে এই সরকারের একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন জঙ্গিদের বৈশিষ্ট্য যে তাদের মতাদর্শের বাইরে কেউ বিশ্বাসী থাকলে তাকে কুপিয়ে হত্যা করছে, যেভাবে তারা সমকামী, যেভাবে তারা শিয়া, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরোহিতদের কুপিয়ে মেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *